জৈন্তাপুর উপজেলায় উপজেলা পরিষদের সন্নিকটে আধুনিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলে শিক্ষার্থীদের জন্য পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ই ডিসেম্বর) সকাল ১১টায় পাঠাগারটি উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি উম্মে সালিক রুমাইয়া। আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল সহ সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
পাঠাগারটি স্কুলের প্রবেশমুখে মূল ভবনের পাশে স্হাপন করা হয়েছে। পাঠাগারে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান, সাধারণজ্ঞান, শিশু সাহিত্য সহ নানা বিষয়ক বই সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি সময়ে স্কুলের বিভিন্ন শ্রেণীকক্ষে নান্দনিক ছবি, আলপনা, শিক্ষা বিষয়ক কার্টুন অংকন করা হয়েছে। পূর্বের তুলনায় বর্তমান সময়ে বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলে প্রতিটি শ্রেনী কক্ষে শোভা পাচ্ছে নান্দনিক পরিবেশ।
জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল বলেন, সম্প্রতি সময়ে নতুন পাঠাগার স্হাপনের পাশাপাশি প্রতিটা শ্রেণী কক্ষে বর্ণীল চিত্রাঙ্কনের মাধ্যমে নতুন করে তোলা হয়েছে। এই সবকিছুর মূল স্বপ্নদ্রষ্টা হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। তার হাত ধরে শুধু অত্র প্রতিষ্ঠানে সৌন্দর্য বর্ধনই হয় নি বরং প্রতিটি শ্রেনী কক্ষে নতুন আসবাবপত্র সরবরাহ সহ বিশুদ্ধ পানির ব্যবস্হা করে দিয়েছেন। সেই সাথে বেশ কয়েকটি শ্রেনী কক্ষে আলমিরা সদৃশ ডেস্ক স্হাপন করা হয়েছে। ইউএনও মহোদয়ের উদ্যোগে কয়েক মাস পূর্বে অভিভাবকদের জন্য বড় পরিসরে একটি বিশ্রামাগার স্হাপন করা হয়েছে।
তিনি আরো জানান বর্তমানে সভাপতির উদ্যোগে আরো উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য ২০০৬ সালে বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল উপজেলা পরিষদের রেজিস্ট্রার অফিসের সামনে স্হাপন করা হয়েছিলো। সেই থেকে সুনামের সহীত আজ অবধী ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে সুনাম অক্ষুন্ন রেখে চলেছে এই প্রতিষ্ঠানটি।