জৈন্তাপুরে সেন্টার ফর ম্যাছ এ্যডুকেশন ইন সায়েন্স সিএমইএস এর কোল প্রজেক্ট এর তথ্য সংগ্রহে বিশেষ অবদানের জন্য জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শনিবার ২১শে ডিসেম্বর দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হলরুমে সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সিএমইএস সভাপতি ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারকটি জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালীন রুহেল ও সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বিরের হাতে তুলে দেন।
সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, জৈন্তাপুরের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে ও জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন মানুষের দোড়গড়ায় সঠিকভাবে পৌছানোর প্রচার ও প্রচারণা চালিয়ে যেতে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতি আহবান জানান। পরে তিনি দরবস্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সৌন্দর্য বর্ধন ও নতুন বৃক্ষায়নের বিভিন্ন বাগান সাংবাদিকদের নিয়ে ঘুরে ঘুরে দেখান। এ সময় চলতি বছর দরবস্ত ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। এ সময় সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলির সদস্য নাজমুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি ওসিএমইএস এর পরিচালক শোয়াইবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহফুজ, কার্যকারী সদস্য ইমাম উদ্দিন, মোহাম্মদ আবদুল্লাহ ও মুরাদ হাসান।