জৈন্তাপুরে শুভ বড়দিন উপলক্ষে খৃষ্টান ধর্মালম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ, প্রশাসন) মোহাম্মদ রাসেলুর রহমান।
বুধবার (২৫শে ডিসেম্বর) শুভ বড়দিন উপলক্ষে বেলা ১১:৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার ৬ নং চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত শুক্রবারী বাজারস্হ প্রেস বিটারিয়ান চার্চে আসেন তিনি। এ সময় চার্চের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শর্মা অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি চার্চে উপস্থিত খৃষ্টান ধর্মালম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় শুভেচ্ছা বিনিময়ে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান সহ পুলিশের টিম, স্হানীয় খৃষ্টান কমিউনিটির নেতা এলবাট বিশ্বাস, রলিন শর্মা, ফিলিমন বিশ্বাস, মাইকেল কুমার শর্মা, এডু বিশ্বাস,কুটি বিশ্বাস, ডন বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে শুভ বড়দিন উপলক্ষে জৈন্তাপুর উপজেলার মোট তিনটি চার্চে আনন্দঘন পরিবেশে উপসনার মধ্য দিয়ে খৃষ্টান ধর্মালম্বীরা বড়দিন উদযাপন করেছেন বলে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।