প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৬:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ৯:০০ এ.এম
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
গোপন সংবাদের ভিত্তিত্বে ৪৮ বিজিবি কর্তৃক অভিযান পরিচালনা করে ২জন ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে।
৪৮ বিজিবি সূত্রে জানায়, ২ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় টায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধীনস্থ লাফার্জ বিওপির সীমান্ত পিলার শ্যামারগাঁও এলাকার ১২৩৯ মেইন পিলারের অভ্যান্তরে আনুমানিক ৯০ গজ বাংলাদেশের ভিতর হতে অভিযান পরিচালনা করে ২জন ভারতীয় নাগরিককে আটক করে।
আটককৃতরা হলেন, ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের তুফান বিশ্বাসের ছেলে নান্টু বিশ্বাস (২২), একই এলাকার রাজেন্দ্র বিশ্বাস এর ছেলে সুবোধ বিশ্বাস (৬৫)।
৪৮ বিজিবি’র লাফাজ বিওপির টহলদার অভিযান পরিচালনা করে ভারত হতে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিওপির টহলদল আটক করে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত ভারতীয় নাগরিককে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত