প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৫, ১০:০৯ এ.এম
৪৮ বিজিবি’র বিভিন্ন বিওপির অভিযানে ১ কোটি ৬ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক
সিলেটের ৪৮ বিজিবির বিভিন্ন বিওপির মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ১কোটি ৬লক্ষ টাকার পন্য আটক করা হয়।
বিজিবি সূত্রে জানায়, ৭ জানুয়ারি মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট, তামাবিল, কালাইরাগ, কালাসাদেক, উৎমা এবং সংগ্রাম বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় গরু, চিনি, গার্নিয়ার ক্রিম, সুপারি, মদ বাংলাদেশ থেকে পাচার কালে শিং মাছ আটক করে। আটককৃত পন্যের আনুমানিক মূল্য ১ কোটি ৬লক্ষ ৬৯হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ধারাবাহিক আভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালান পণ্য সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত