প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ১০:২৩ এ.এম
জৈন্তাপুরে থানা পুলিশের অভিযানে ৬টি ভারতীয় বাছুর গরু আটক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ৬টি ভারতীয় গরু আটক করে।
পুলিশ সূত্রে জানাযায়, ৮জানুয়ারী বুধবার ভোর ৬টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর উপজেলা রাজবাড়ী ফুটবল খেলার মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে কতিত সামাদ-আরমান এর সহযোগীরা ৬টি ভারতীয় বাছুর গরু বাজারে প্রবেশের প্রক্কালে অভিযান পরিচালনা করে আটক করা হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালান গ্রুপের সদস্যরা পালিয়ে যায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বদিউজ্জামান বলেন, পুলিশ চোরাচালান বন্দে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ৬টি গরু আটক করা হয়েছে। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত