প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১২:৩৩ পি.এম
জৈন্তাপুরে ফেরীঘাট ট্রাক চালক সমিতির শপথ অনুষ্টিত
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-২১৫৯ এর অন্তভূক্ত জৈন্তাপুর উপজেলা উপকমিটির আওতাধীন ফেরীঘাট ট্রাক চালক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ১০ জানুয়ারী শুক্রবার বিকাল ৪টায় ফেরীঘাট ট্রাক চালক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠানে শফিকুর রহমানের সভাপতিত্বে ও বদরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. শরিফ আহমদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, সাবেক নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ আলী স্বপন, সহ সম্পাদক বিলালুর রহমান, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মাসুম আহমদ (লম্কর), দপ্তর সম্পাদক বিলালুর রহমান, জৈন্তাপুর ইউপি সদস্য মো. শওকত আলী, লামনীগ্রাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মতিন প্রমুখ, সদস্য জলিল মিয়া।
শপথ অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জৈন্তাপুর ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা মো. শফিকুর রহমান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত