মতবিনিময় সভায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত মহাসড়ক সংশ্লিষ্ট পরিবহন সেক্টর, মালিক পক্ষ, স্টেকহোল্ডার সহ স্হানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গের সাথে উন্মুক্ত আলোচনা সভা হয়।
মতবিনিময় সভায় অতিথিরা বলেন, সিলেট-তামাবিল মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত ও সড়ক দুর্ঘটনা রোধে নামাবিধ পরামর্শ ও সমস্যাদির কথা তুলে ধরেন। এ সময় মহাসড়কে যত্রতত্র পার্কিং বন্ধ, মহাসড়কের পাশে বালু, পাথর, ইট রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে ও অদক্ষ চালক ও ফিটনেস বিহীন গাড়ী প্রত্যাহারের আহবান জানানো হয়।
উপস্থিত অতিথিবৃন্দ মহাসড়কের দ্রূত সংস্কারের প্রতি গুরুত্ব দেয়ার আহবান জানান। মতবিনিময় সভায় সভাপতি সব সমস্যার কথা শুনেন এবং তা দ্রূত সময়ে সমাধান, সামাজিক সচেতনতা সৃষ্টি সহ হাইওয়ে পুলিশকে সবধরনের সহযোগিতা করার অনুরোধ করেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, সেক্রেটারি রফিক আহমেদ, সিলেট বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, তামাবিল বাস মালিক সমিতির সভাপতি হাজী নুরউদ্দিন, জৈন্তা ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান চালক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সহ সভাপতি আরব আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামাল, সাবেক ইউপি সদস্য আব্দুস শুক্কুর, শ্রমিকনেতা সাইফুল আহমেদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, আবুল হাসনাত, রফিকুল ইসলাম, আব্দুল জব্বার, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শামিম আহমদ সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যমকর্মী, সিএনজি, লেগুনার বিভিন্ন রেজি: ভুক্ত ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দরা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।