প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১১:০৪ এ.এম
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুইজ ও বির্তক প্রতিযোগিতা
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :সিলেটের জৈন্তাপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুইজ ও বির্তক প্রতিযোগিতা হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠান হয়।
১৫ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জৈন্তাপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর বাস্থবায়নে রুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুইজ ও বির্তক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া। বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জৈন্তাপুর এর মডারেটর রুহুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদ হোসেন, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
আরও উপস্থিতি ছিলেন হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নাজির সরকার, শিক্ষক দেওয়ান আল কাইজার চৌধুরী, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল আলম, আব্দুল লতিফ জুলেখা মেমোরিয়াল গার্লস স্কুলের শিক্ষক মাসুদ পারভেজ, ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম, জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের শিক্ষক মো. বোরহান উদ্দিন বিশ্বাস, মো. নাজমুল ইসলাম বাপ্পি।
বিতর্ক প্রতিযোগিতায় ১ম স্থানে বিজয়ী হয় হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, রানার্সআপ হিসাবে বিজয়ী হয় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান সাদিয়া আক্তার, ২য় স্থানে হুমায়ারা রশিদ শাহী, ৩য় স্থান ছিদ্দিক আক্তার বিজয়ী হয়। পরে অনুষ্ঠানের অতিথিরা বিজয়ীদের মধ্যে সনদ তুলে দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত