প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫, ২:৩৯ পি.এম
সিলেট গ্যাস ফিল্ডের ১১ জন কর্মকর্তা কর্মচারীদের অবসর জনিত বিদায় সংবর্ধনা
জৈন্তাপুর( সিলেট) প্রতিনিধি :: সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর ১১জন কর্মকর্তা, কর্মচারীগণের অবসর জনিত ছুটিতে গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় প্রধান কার্যালয় অডিটোরিয়ামে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহাব্যবস্থাপক (হিসেব ও অর্থ) পান্না লাল ধর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম বক্তব্য রাখেন।
অবসর নেওয়া প্রাক্তন মহাব্যবস্থাপক কোম্পানি সচিব মফিজুর রহমান চৌধুরী, প্রাক্তন উপ-মহাব্যবস্থাপক সার্ভিসেস এন্ড ট্রান্সপোর্ট মোঃ সাইফুল্লাহ, প্রাক্তন উপ-ব্যবস্থাপক (নিরীক্ষা) খন্ধকার জোনায়েদ হোসেন, প্রাক্তন ব্যবস্থাপক (এমআইএস,বাজেট এন্ড, বাজেটরী কন্ট্রোল) ফখরুল ইসলাম, প্রক্তন ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) হরিপুর গ্যাস ফিল্ড, অপারেশন ডিভিশন এমারত হোসেন, প্রাক্তন উৎপাদন সুপারভাইজার রক্ষণাবেক্ষণ ডিপার্টমেন্ট, টিএস ডিভিশন জাফর আলী, প্রাক্তন ফোরম্যান রক্ষণাবেক্ষণ ডিপার্টমেন্ট, টিএস ডিভিশন সাইদুর রহমান, প্রাক্তন ট্রান্সপোর্ট সুপারভাইজার প্রশাসন ডিভিশন রাজ কান্ত সিংহ, প্রাক্তন ট্রান্সপোর্ট সুপারভাইজার কেটিএল ৮নং কূপ খনন প্রকল্প আব্দুল মালিক, প্রাক্তন কন্ট্রাকশন সুপারভাইজার (পিএনডি) ডিভিশন মোশাররফ হোসেন, প্রাক্তন প্লান্ট অপারেটর হরিপুর গ্যাস ফিল্ড অপারেশন ডিভিশন আশরাফ উদ্দিন কামাল । প্রধান অতিথি তাদের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট গ্যাস ফিল্ডের কর্মকর্তা, কর্মচারীগণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত