জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের তামাবিল স্থল বন্দরের ব্যবসায়ীদের ঐক্যমতের ভিত্তিত্বে এবং সংগঠনকে ঐক্যবদ্ধ করে পুনরায় ব্যবসা-বানিজ্য সম্প্রসারণের লক্ষে ব্যবসায়ীদের সমন্বয়ে ১৪জানুয়ারী সোমবার ১৭সদস্য বিশিষ্ট তামাবিল পাথর আমদানি কারক গ্রুপের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
রফিকুল ইসলাম শাহ পারনকে সভাপতি, ওমর ফারুকে সাধারণ সম্পাদক করে ১৭সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। কমিটির মাধ্যমে তামাবিল পাথর আমদানী কারক গ্রুপ যাহাতে ঐক্য বন্ধ হতে পারে সেজন্য তারা কাজ করবে। দ্রুত সময়ের মাধ্যমে একটি নিয়মতান্ত্রিক নির্বাচন সহ ব্যবসায়ীদেও অচলবস্থা দূর করবে বলে ব্যবসায়ীরা ঐক্য বদ্ধ হন।
কমিটির অন্যন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি মো. ফখরুল ইসলাম (চেয়ারম্যান), সহ-সভাপতি আব্দুল মান্নান, আব্দুল আলিম, আবুল কাশেম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল করিম রাশেল, জাহিদ খান, অর্থ বিষয়ক সম্পাদক শাহ রব মিয়া, সাংগঠনিক সম্পাদক মিছবাউল আম্বিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইসমাঈল হোসেন, প্রচার সম্পাদক মহরম গাজী, সদস্য ইলিয়াছ উদ্দিন লিপু, শাহাব উদ্দিন, বেলাল আহমদ, মো. তুহিন মিয়া।
ব্যবসায়ীরা জানান, আমরা দীর্ঘ দিন হতে তামাবিল স্থল বন্দরে ব্যবসা পরিচালনা করে আসছি। তামাবিল পাথর আমদনী কারক গ্রুপে যে কমিটি করা হয়েছে ব্যবসায়ীদের ঐক্য মতের ভিত্তিত্বে করা হয়েছে। সংগঠনের স্বার্থে দীর্ঘদিন হতে যারা ব্যবসার সাথে জড়িত থেকে ব্যবসায়ীদের সকল আন্দোলনে সামিল হয়ে দীর্ঘ লড়াই করে এই ব্যবসাকে আকড়ে ধরে রেখেছে তাদের মধ্য হতে ব্যবসা বানিজ্য সুন্দর ভাবে পরিচালনার স্বার্থে কমিটি করা হয়েছে। তামাবিল পাথর আমাদানী করতে যাহতে কোন প্রকার বিশৃংখলা সৃষ্টি না হয় সেদিক হতে গঠিত কমিটি সকলকে নিয়ে সুন্দর ভাবে পরিচালনা করতে পারবে। দ্রুত সময়ের মধ্যে সকল ব্যবসায়ীদের ঐক্য ফিরিয়ে এনে নির্বাচনের মাধ্যমে সুন্দর একটি কমিটি উপহার দিবে। আমরা গঠিত কমিটির সাফল্য কামরা করি।