প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১০:৫৯ এ.এম
জৈন্তাপুরে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে টি-২০ প্রতিযোগিতা
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই " প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলায় চলমান তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে টি-২০ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১শে জানুয়ারি) উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের যৌথ বাস্তবায়নে কলেজ মাঠে টি-২০ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজ ও জাফলং ভ্যালী বোর্ডিং স্কুল অংশ গ্রহণ করে। টি-২০ প্রতিযোগিতায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ ফাইনালে জাফলং ভ্যালী বোর্ডিং স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহসিন, রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান সরকার সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত