জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলায় তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (২২শে জানুয়ারি) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলার চারিকাঠা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বৃক্ষরোপন অভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও চারিকাঠা ইউনিয়ন পরিষদের যৌথ বাস্তবায়নে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। চেয়ারম্যান সুলতান করিমের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা সুমন হরি প্রিয়া দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি সদস্য শামসুজ্জামান সেলিম, মনির আহমেদ, মহিলা ইউপি সদস্য অর্চনা রানী চন্দ, রোমানা বেগম, ইউনিয়ন হিসাব সহকারী মাহমুদুল হাসান, মহিলা উদ্যোক্তা আমিনা বেগম সহ অন্যান্যরা। পরে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ এর বেশী ফলজ গাছে চারা রোপন করেন অতিথিবৃন্দ।