প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১২:০২ পি.এম
সিলেট ব্যাটালিয়নের অভিযানে ৮৯ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক
সিলেট ব্যাটালিয়নের অভিযানে ৮৯ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক।
বিজিবি সূত্রে যানাযায়, ২১ ও ২২ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) চলমান অভিযানে সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, উৎমা, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি, শ্রীপুর, সোনারহাট এবং ডিবিরহাওর বিওপির অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, গরু, মহিষ, চকলেট, আইবল ক্যান্ডি, সানগ্লাস, জিরা, ফুচকা, সাবান, আনারসের চারা বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং চোরাচালান পন্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার আটক করে। আটককৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৮৯ লক্ষ ৪২ হাজার ৬৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান পিএসপি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত