জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেট ব্যাটালিয়ন (৪৮) বিজিবি’র অভিযানে ৫ কোটি ২২ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার ২৪ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, লাফার্জ, দমদমিয়া, বিছনাকান্দি এবং সংগ্রাম বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় আরজে পাওয়ার ব্যাটারী, চিনি, গরু, মহিষ, রূপ জি ক্রিম, চকলেট, জিরা, শীতের কম্বল, কমলা, কোয়েকার ওটস, ফুচকা, মদ আটক করা হয়।
অপরদিকে বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ চোরাচালান পন্য পরিবহনে ব্যবহৃত সিএনজি এবং মোটরসাইকেল আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৫কোটি ২২লক্ষ ১৬হাজার ৭শত টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বিজিবি বিভিন্ন বিওপি সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালান পণ্য আটক করে। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।