প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৮:০০ এ.এম
সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ২১লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের ৪৮ বিজিরি বিভিন্ন বিওপির সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১কোটি ২১ লক্ষ টাকার চেরাচালান পণ্য আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্র জানায়, ৫ ফেব্রুয়ারি বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকার ডিবিরহাওর, মিনাটিলা,সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বাংলাবাজার, সোনারহাট, কালাসাদেক, লবিয়া, বিছনাকান্দি, উৎমা বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, চিনি, বেটনোভেট ক্রিম, হোয়াইট টোন ক্রিম, বডি স্প্রে, ওয়াইল্ড স্টোন পারফিউম, কমলা, সুপারি, ফুচকা, মহিষ, বিড়ি, মদ আটক করে। অপরদিকে বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২১ লক্ষ ৪৪হাজার ৭শত ৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক হাফিজুর রহমান. পিএসসি চোরাচালঅন পণ্য আটকের বিষয় নিশ্চিত করে জানানল, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত