জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং এর বিভিন্ন ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মাষ্টার মোস্তাক আহমেদ।
দিনব্যাপী ফেরীঘাট ক্যাপ্টেন রশিদ খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে ব্রিগেডিয়ার মজুমদারক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়।
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন, মামুনুল ইসলাম, জসীমউদ্দিন, মন্জুর আহমেদ, তাজুল ইসলাম, শামীম আরা,আজমল আলি, হালিমা বেগম, নুরুল ইসলাম, বিজেন চন্দ্র দেব, আকতার হোসেন, নজরুল ইসলাম, মুফিয়া বেগম, আফসারুন নেছা, রফিক আহমেদ, মনোয়ারা বেগম, আবদুর রহিম, আলতাফ হোসেন, কবির উদ্দিন, সুপ্রীতি ডিখার, রিন্টু চন্দ্র পাল, মো জাকারিয়া, ফখরুল আলম, সুমন চন্দ্র দেব, ছয়ফুল আলম, মো আলমগীর, নজরুল ইসলাম, আক্তার হোসেন, রুপক চক্রবর্তী, সুহানা আক্তার, সীমা দেবনাথ সহ অন্যান্যরা।