জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেট তামাবিল মহাসড়কের বাঘের সড়ক গোয়ালজুড় ১১নম্বর কূপের সামনে অজ্ঞাতনামা এক নারী (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে হাঁইওয়ে থানা পুলিশ। পুলিশের ধারণা দ্রুতগামী গাড়ীর চাপায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারনা।
তামাবিল হাইওয়ে থানা পুলিশের সূত্র জানায়, সোমবার (২৪শে ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টায় খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ গোয়ালজুড় ১১নম্বর কুপ এলাকা হতে নারীর মরদেহটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। উন্ধারের সময় নিহত নারীর মুখমণ্ডল রক্তাক্ত অবস্থা ছিলো। তার সাথে কোন পরিচয়পত্র না থাকায় এবং তাৎক্ষণিক নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। পরের দিন সকাল ১০ পর্যন্ত নিহতের কেউ থানায় এসে খোঁজ নেয়নি বলে জানা যায়।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে। কেউ নিহতের পরিচয় জানা থাকলে তামাবিল হাইওয়ে থানায় যোগাযোগ করতে অনুরোধ জানান।