জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: ২৬শে ফেব্রুয়ারী জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে নেয়া হয়েছে ব্যপক প্রস্তুতি গ্রহণ। বিকেল ৪টায় উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপূর্ত সার্কেল সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইলিয়াস আহমেদ ও ইসলামি ফাউন্ডেশন সিলেটের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার।
জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদের উদ্বোধনকে সামনে রেখে প্রস্তুতি দেখতে সোমবার বিকেলে মডেল মসজিদ পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ফলক উন্মোচনের পরে আগত মুসল্লীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা।
২০২৩ সালের ২৩শে অক্টোবর শুরু হয় জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদে ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ। ১৪ কোটি টাকা ব্যায়ে প্রকল্পটির কাজ সম্পন্ন করে টিকাদারী প্রতিষ্ঠান।
বি-টাইপ ক্যাটাগরীর মডেল মসজিদটি মুসল্লীদের নামাজের ব্যবস্হার পাশাপাশি থাকছে ছয়টি অযুর কক্ষ। নিচতলাতে রয়েছে সুবিশাল বেজমেন্টে গাড়ী পার্কিং সুবিধা। সেই সাথে ইসলামি পাঠাগারের পাশাপাশি রয়েছে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র। মহিলাদের জন্য থাকছে আলাদা নামাজের ব্যবস্হা। বৃদ্ধ মুসল্লী যারা দোতলা কিংবা তিনতলাতে উঠতে সমস্যা তাদের জন্য নিচতলাতে আলাদা নামাজের কক্ষ রাখা হয়েছে। সেই সাথে মৃত ব্যাক্তিদের জানাযা পূর্বে গোসলের ব্যবস্থার জন্য নির্ধারিত কক্ষ রাখা হয়েছে। পুরো মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার পাশাপাশি আযানের জন্য ৭টি মাইক সংযোজন করা হয়েছে।