জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র আওতায়ধীন জৈন্তাপুর ও কানাইঘাট সীমন্তবর্তী বিভিন্ন বিওপি কর্তৃক পৃথক পৃথক অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা সমমূল্যের ভারতীয় চোরাইপন্য সামগ্রী আটক করা হয়।
বৃহস্পতিবার প্রেস রিলিজে ১৯ বিজিবি জানায়, ১৭ এপ্রিল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর (রাজবাড়ী) বিওপি’র টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১০টি ভারতীয় মহিষ আটক করা হয়। আটককৃত মহিষের আনুমানিক বাজারমূল্য ২২লক্ষ টাকা। এছাড়া ১৬ এপ্রিল বুধবার বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় মহিষ আটক করা হয়। আটককৃত মহিষের আনুমানিক বাজারমূল্য ২৪লক্ষ টাকা।
১৭ এপ্রিল বৃহস্পতিবার কানাইঘাট উপজেলার সুরাইঘাট এবং সোনারখেওর বিওপির কর্তৃক পৃথক পৃথক আভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১শত বোতল ভারতীয় মদ এবং ১হাজার ৫শত কেজি ভারতীয় চিনি আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪লক্ষ ২৪হাজার ৫শত টাকা।
১৯ বিজিবির অধিনায়ক বলেন, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। অভিযানের অংশ হিসেবে মহিষ, মদ ও চিনি করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।