সীমান্তে ১৯ বিজিবি’র অভিযানে প্রায় ৪০ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক
বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪০লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি’র জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৫ ও ৬ ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের জকিগঞ্জ ব্যাটালিয়ন জৈন্তাপুর, সুরাইঘাট এবং লোভাছড়া বিওপির সদস্যরা সীমান্তের শূন্য রেখার নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৬শত কেজি ভারতীয় চিনি, ৬৯শত কেজি ভারতীয় পাউডার চিনি, ১১৫৬ পিস আতশবাজি, ২৫ টি ফগ বডি স্প্রে, ৮ জোড়া খেলার বুট, ৭টি কম্বল এবং চোরাচালানী কাজে ব্যবহৃত ০১ টি বড় টাটা ট্রাক আটক করে। আটককৃত পন্যের সর্বমোট বাজার মূল্য ৩৯ লক্ষ ৭ হাজার ২৮০ টাকা।
১৯বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে অভিযান সমূহ পরিচালনা করা হয়। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত পন্যের সমুহ বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।