1. news@sheershabangla.com : শীর্ষ বাংলা শীর্ষ বাংলা : শীর্ষ বাংলা শীর্ষ বাংলা
  2. info@www.sheershabangla.com : শীর্ষ বাংলা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
১৯ বিজিবির অভিযানে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় পন্য আটক জৈন্তাপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে কৃষি ডিপ্লোমা ছাত্রদের ক্লাস-পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি পালিত ৪৮ বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক সিলেটে যৌথ বাহিনীর অভিযানে কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পন্য আটক ৪৮ বিজিবি’র অভিযানে ২৮টি দুম্বা ও ৩৭টি রাম ছাগল আটক তামাবিল মহাসড়কে সেনাবাহিনী চেকপোষ্টে বিদেশি মদ সহ ১জন আটক সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ৬০ কেজি গাঁজা সহ একজন আটক

জৈন্তাপুরে সাদপন্থিদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল

শীর্ষ বাংলা
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

গত ১৭ই ডিসেম্বর রাজধানী ঢাকার টঙ্গী ইজতেমা ময়দানে শান্তিপ্রিয় ঘুমন্ত মুসল্লীদের উপর সাদপন্থিদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও খুনিদের ফাঁসীর দাবীতে জৈন্তাপুর উপজেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২২শে ডিসেম্বর বেলা ১২টায় জৈন্তাপুর উপজেলা সদরের ঐতিহাসিক বটতলায় জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের তাওহীদি জনতার ব্যনারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ হযরত মাওলানা আবদুল জব্বার (দাঃ বাঃ) এর সভাপতিত্বে ও মাওলানা জয়নুল আবেদীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান হরিপুর বাজার মাদ্রাসার মুহ্তামিম মাওলানা শায়খ হিলাল আহমেদ (দাঃবাঃ)।

প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেন, দাওয়াতে তাবলিগ একটি শান্তিপূর্ণ দ্বীনপ্রচারের মাধ্যম। কিন্তু উগ্রবাদী সাদপন্থিদের হস্তক্ষেপে এই দ্বীনি কার্যক্রমকে সন্ত্রাসে রূপ দিয়েছে। তারা আরো বলেন, ইসলামে সন্ত্রাসী, খুনের কোন স্হান নেই। গত ১৭ই ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে জৈন্তাপুরের কিছু পথভ্রষ্ট ভাইয়েরা সাদপন্থিদের সাথে ছিলেন। তারা আগামী কয়েকদিনের মধ্য জৈন্তাপুরের বর্ষীয়ান আলেমদের শরণাপন্ন হয়ে যেন তওবা করে সঠিক দ্বীনের পথে ফিরে আসে সে আহবান জানানো হয়। সেই সাথে জৈন্তাপুর উপজেলার যে কোন মসজিদে সাদিয়ানীদের কার্যক্রম দেখা গেলে সাথে সাথে যেন তাদের কার্যক্রম বন্ধ করে উলামাদের নিকট নিয়ে আসার আহবান জানানো হয়। পাশাপাশি বর্তমান সরকারের নিকট টঙ্গী ইজতেমার ময়দানে চারজন সাথী ভাইকে যারা হত্যার কাজে যারা সম্পৃক্ত ছিলো তাদের দ্রূত ফাঁসীর আওতায় আনার দাবী জানান বক্তারা। এ সময় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, মুফতী জিল্লুর রহমান কাসেমী, মাওলানা মুবাশ্বির আলী, মাওলানা জিল্লুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ফখরুল ইসলাম, বাহারুল আলম বাহার, মাওলানা আবদুল হান্নান, মাওলানা আবু হানিফ, মাওলানা ফয়জুল ইসলাম, ক্বারি আব্দুর রউফ, মাওলানা আবদুল মুকিত, মাওলানা তবারক আলি, মাওলানা গোলাম নূর, হাফিজ তাজুল ইসলাম, মাওলানা জামাল হাক্কানী, মাওলানা আনোয়ার শাহ্, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা কবির আহমেদ খান, মাওলানা বশির আহমেদ, মাওলানা ওয়াহিদুল হক, মাওলানা রেজাউল করিম রেজা, মাওলানা আবদুল ওয়াদুল বাগেরখাল, মুফতি হুজায়ফা, মাওলানা কবির আহমেদ, মাওলানা আব্দুল মুসাব্বির, মাওলানা মুশতাক আহমেদ, মাওলানা রাফি উদ্দিন শাহীন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন জামিল।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন তাবলিগের মূলধারা মুরুব্বি বদরুদ্দীন পারভেজ, মোশাররফ হোসেন, মাওলানা হাবিবুল্লাহ মাস্টার, আলহাজ্ব হোসাইন আহমেদ সহ বিশিষ্ট উলামা, জনপ্রতিনিধি এবং তাবলীগে শুরায়ী নেজামের অনুসারীদ্বায়ীগণ।

সমাবেশ শেষে ১৭ই ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে শান্তিপ্রিয় ঘুমন্ত মুসল্লীদের উপর বর্বরোচিত হামলা ও হত্যাকারীদের ফাঁসীর দাবীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জৈন্তাপুর ঐতিহাসিক বটতলা থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক বটতলায় এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট