সিলেটের জৈন্তাপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায় জৈন্তাপুর উপজেলায় গাছ কাটার সময় গাছ হতে নামতে গিয়ে অসাবধানতার কারণে নিচে পড়ে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আলী আহমেদ (৪৫) জৈন্তাপুর উপজেলার বালিদাড়া গ্রামের মকবুল আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৩ ডিসেম্বর সোমবার প্রতিদিনের তিনি দরবস্ত রনিফৌদ গ্রামের আল আমিন নামক ব্যাক্তির বাড়ীতে গাছ কাটার কাজ করছিলেন। দুপুর ২টার দিকে গাছের উপরে থাকা অবস্থায় প্রচন্ড পেটেব্যাথা অনুভব হলে দ্রুত গাছ থেকে নামার চেষ্টা করেন আলী আহমেদ। অসাবধানতা বশত গাছ থেকে মাটিতে নামতে গিয়ে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা দ্রুত মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকের ডাক্তার হিল্লোল সাহা তাকে মৃত ঘোষণা করেন।
ডাক্তার হিল্লোল সাহা বলেন, হাসপাতালে আনার সময় রাস্তাতেই তার মৃত্যু হয়েছে। গাছ থেকে পড়ে বাঁ চোখের উপরে মাথায় প্রচন্ড আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন । তিনি জানান খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রস্তুত করে। বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।