1. news@sheershabangla.com : শীর্ষ বাংলা শীর্ষ বাংলা : শীর্ষ বাংলা শীর্ষ বাংলা
  2. info@www.sheershabangla.com : শীর্ষ বাংলা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
১৯ বিজিবির অভিযানে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় পন্য আটক জৈন্তাপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে কৃষি ডিপ্লোমা ছাত্রদের ক্লাস-পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি পালিত ৪৮ বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক সিলেটে যৌথ বাহিনীর অভিযানে কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পন্য আটক ৪৮ বিজিবি’র অভিযানে ২৮টি দুম্বা ও ৩৭টি রাম ছাগল আটক তামাবিল মহাসড়কে সেনাবাহিনী চেকপোষ্টে বিদেশি মদ সহ ১জন আটক সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ৬০ কেজি গাঁজা সহ একজন আটক

শ্রীমঙ্গলে তথ্য অধিকার আইন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

শীর্ষ বাংলা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্যা কার্টার সেন্টার কর্তৃক সরকারি দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তাদের জন্য তথ্য অধিকার আইন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) উপজেলার প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট এর সম্মেলন কক্ষে দিনব্যাপি’ এ তথ্য অধিকার আইন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি’র অর্থায়িত অ্যাডভান্সিং উইমেনস রাইট অফ অ্যাক্সেস টু ইনফরমেশন (AWRTI) (তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি) প্রকল্পের আওতায় দ্যা কার্টার সেন্টার আয়োজিত প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল মৌলভীবাজার জেলার সদর, শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলার ৩০জন সরকারি দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তার মধ্যে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা এবং তথ্য প্রাপ্তির আবেদনের জবাব প্রদানের ক্ষেত্রে জেন্ডার সংবেদনশীলতা বৃদ্ধি করা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি ডিরেক্টর – ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড গভর্নেন্স অফিস, ইউএসএআইডি, বাংলাদেশ ব্লেয়ার কিং, লিয়েন ওয়েবস্টার, পরিচালক, রুল অফ ল, দ্যা কার্টার সেন্টার, শাম্মী লায়লা ইসলাম, ডেপুটি চিফ অফ পার্টি, এডব্লিউআরটিআই, দ্যা কার্টার সেন্টার এবং নাজিম আহমেদ পরিচালক আইডিয়া। এছাড়াও মৌলভীবাজার জেলার সদর ও শ্রীমঙ্গল এর উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আইডিয়ার পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন, নাজিম আহমেদ । স্বাগত বক্তব্যে দ্যা কার্টার সেন্টারের পরিচালক লিয়েন ওয়েবস্টার বলেন তথ্যের অভিগম্যতা সুশাসনের একটি মৌলিক স্তম্ভ। এটি নাগরিকদের সিদ্ধান্ত নিতে সচেতন করে। সরকারি কর্মকর্তাদের জবাবদিহি করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে সহায়তা করে।

তিনি আরও বলেন, লিঙ্গ সমতা অর্জনের জন্য তথ্য অধিকার নিশ্চিতে জেন্ডার সংবেদনশীলতা অনেক গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নারীর তথ্যে পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হয় এবং AWRTI বিভিন্ন উপায়ে এই প্রতিবন্ধকতা মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ।  

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, “তথ্য অধিকার, অসমতা দূর করে তথ্য প্রবাহ নিশ্চিত করে। তিনি দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তাদের ধৈর্য সহকারে আবেদনগুলো পর্যালোচনা করতে এবং তথ্য অধিকার আইন ২০০৯ এর অধীনে নির্ধারিত পদ্ধতি এবং সময়সীমা অনুসরণ করে তথ্য সরবরাহ করতে অনুরোধ করেন। তিনি মৌলভীবাজার জেলার কর্মকর্তাদের কাছে তথ্য অধিকার আইন নিশ্চিতকরণে তাদের অঙ্গিকার প্রত্যাশা করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মো. মহিবুল হোসেন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক চাঁদ মিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট