জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের গণিতের শিক্ষক সালেহ আহমেদকে মিথ্যা ষড়যন্ত্রমুলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমাবার (১৭ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজের পুরো মাঠজুড়ে শান্তিপূর্ণ ভাবে মানববন্ধনে পালিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের সাথে ঐক্যমত হয়ে মানববন্ধনে অংশ নেয় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ গভর্নিং বডির সাবেক সদস্য, অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা।
মানববন্ধনে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অলিউর রহমান সরকারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের ছাত্র জুয়েল আহমেদের সঞ্চালনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাজমুল ইসলাম, শোভন আহমেদ ও সুরাইয়া আক্তার। এছাড়া মানববন্ধনে অংশ গ্রহণকারী অভিভাবক ও স্থানীয় ব্যাক্তিদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী সৈয়দ আব্দুন নুর, জৈন্তাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, সাবেক শিক্ষানুরাগী সদস্য শফিকুল ইসলাম, সাবেক সদস্য জাহিদ মিয়া, স্থানীয় ব্যবসায়ী শাহজাহান আহমেদ।
মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষ থেকে ৪৮ ঘন্টার মধ্য তাদের প্রিয় শিক্ষককে নিঃশর্ত মুক্তি দেয়ার আল্টিমেটাম দেয়া হয়। অন্যথায় প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষনা দেন শিক্ষার্থীরা।
অভিভাবকগণ বক্তব্যে বলেন, শিক্ষক সালেহ আহমেদ মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের শিকার। আর কয়েক দিন পর এসএসসি পরীক্ষা। এখন গণিতের শিক্ষক না থাকায় পরীক্ষার্থীরা চরম সংকটে দিন পার করছে। এ সময় তারা বলেন গোয়াইনঘাট ফতেহপুর এলাকার জৈনিক হারুণ মিয়ার দায়ের করা পারিবারিক মিথ্যা মামলায় শিক্ষক সালেহ আহমেদকে কারাবাস করতে হচ্ছে। অনতিবিলম্বে তাকে মুক্তি দিয়ে মিথ্যা মামলাকারী হারুণকে আইনের আওতায় আনার জোর দাবী জানান তারা।
মানববন্ধনের আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোস্তফা কামাল, প্রণয় ভৌমিক, মাহবুব আলম, নুরুল আলম, মহসিন আহমেদ, নুর উদ্দিন, উজ্জ্বল দেবনাথ, নজরুল ইসলাম সহ সকল শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন ছাত্র সাইফুর রহমান, জুয়েল আহমেদ, নজরুল ইসলাম, শাহিন নূর, মাহবুব সহ অন্যান্যরা।