জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি :: জৈন্তাপুরের ঐতিহ্যবাহী জৈন্তা দারুছ সুন্নাহ্ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের দাখিল পরীক্ষাকে সামনে রেখে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারী) দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মাদ্রাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দরবস্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ্। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, মাওলানা আবদুল খালিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ সহ মাদ্রাসার শিক্ষকমন্ডলি ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়। পরে আসন্ন ২০২৫ সালের দাখিল পরীক্ষা উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।